লোকসভা ভোটের আগে বেশ বড়সড় ধাক্কা খেলো নরেন্দ্র মোদী সরকার। অলোক ভার্মাকে সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অবিলম্বে ভার্মাকে তাঁর পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
প্রসঙ্গত, কেন্দ্রের তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন ভার্মা। ভার্মার সিবিআই ডিরেক্টর পদের মেয়াদ ফুরোচ্ছে ৩১ জানুয়ারি। ডেপুটি রাকেশ আস্থানার সঙ্গে অভ্যন্তরীণ গোলমালের দোহাই দিয়ে সিবিআইয়ের ডিরেক্টর অলোক ভার্মাকে ছুটিতে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর ভার্মার জায়গায় দায়িত্বে আসেন নাগেশ্বর রাও।
আর তারপরই কোর্টের দ্বারস্থ হন ভার্মা। তাঁর যুক্তি ছিল, তিনি সাংবিধানিক পদে রয়েছেন। তাঁরে সরানোর কোনও এক্তিয়ারই নেই সরকারের। সরকারের পাল্টা যুক্তি, দুই অফিসার বিশ্রীভাবে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন। তাই ব্যবস্থা না নিয়ে উপায় ছিল না। এই রায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ লিখলেও তিনি এদিন না আসায় তা পড়ে শোনান বিচারপতি এস কে কল।
Be the first to comment