১০টি ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের সাধারন ধর্মঘটে মিশ্র সাড়া মিললো বাকি দেশে। বেশকিছু শহরে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেছে, রেললাইনে বসে ট্রেন আটকেছে। ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মুম্বইয়ে বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্মীরা ধর্মঘটে যোগ দিয়েছেন। সকাল থেকে চলছে না সরকারি বাসও। শুক্রবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তাঁদের দাবি না মেটায় ধর্মঘটে গিয়েছেন ৩৫ হাজার কর্মী। সরকারি বাস চলছে না কেরলেও। বেশ কয়েকটি জায়গায় রেল অবরোধও হয়েছে।
পাশাপাশি ওডিশায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। পথ অরবোধ হয়েছে ভুবনেশ্বর সহ রাজ্যের অন্যত্রও। বেঙ্গালুরুতে স্কুল-কলেজে ছুটি দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান। বেঙ্গালুরুতে সরকারি বাসে পাথর মারার খবর এসেছে।
অসমে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে শুরু হয়েছে সর্বাত্মক ছাত্র ধর্মঘট। গুয়াহাটিতে রেল অবরোধের খবর এসেছে। গোলমালের খবর পাওয়া গিয়েছে পুদুচেরি থেকেও। সেখানে যান চলাচল বন্ধ রয়েছে।
Be the first to comment