ধর্মঘটের সমর্থনে পিকেটিং করার সময় মঙ্গলবার সকালে কয়েকজন বাম কর্মী, সমর্থককে যাদবপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের আজ আলিপুর আদালতে তোলা হয়। কোমরে দড়ি বেঁধে তাঁদের আদালতের লকআপে নিয়ে যাওয়া হয়। এইনিয়ে আদালত চত্বরে শুরু হয় উত্তেজনা। বামেদের অভিযোগ, কোনও রাজনৈতিক কর্মীকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যেতে পারে না পুলিশ।
ঘটনায় মানবাধিকার সংগঠন APDR এবিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি রঞ্জিত সূর বলেন, “মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবিষয়ে কোনও সন্দেহ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, রাজনৈতিক কর্মী কেন, কোনও সমাজবিরোধীকেও কোমরে দড়ি পরাতে পারে না পুলিশ। এটা চূড়ান্ত অনৈতিক কাজ।
Be the first to comment