বিক্ষিপ্ত ঘটনা দেখিয়ে বলবে বনধ সফল। এটাই হচ্ছে ওদের কাজ। সব জায়গায় হাজিরা একদম ঠিকই আছে। ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন পার্থবাবু আরও বলেন, সবসময় ধর্মঘট ডাকা উচিত নয়। এরা আবার ধর্মঘটের রাজনীতিতে ফিরে আসছে। যখন দেখছে মানুষের প্রতিবাদের ভাষাকে এক করা যাচ্ছে না, তখন বনধ ডাকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ব্যাহত করতেই এই কর্মনাশা বনধ। এরা সেদিকেই যাচ্ছে। মানুষ এদের চিনতে পেরেছে।
পাশাপাশি বামফ্রন্টকে কটাক্ষ করে তিনি আরও বলেন, এদের গণসংগঠন আর নেই। সেকারণে সকাল থেকে দেখলাম কোথাও ২০ জন কোথাও ১০ জন নিয়ে মিছিল করছে।
Be the first to comment