মঙ্গলবার লোকসভায় পাশ হলো নাগরিকত্ব সংশোধনী বিল ৷ এদিন ধ্বনি ভোটে পাশ হলো সিটিজেনশিপ বিল ৷ বুধবার রাজ্যসভায় পেশ করা হবে এই বিল ৷ জানা গিয়েছে, অসমের বাইরেও প্রযোজ্য হবে নাগরিকত্ব বিল ৷ দিল্লি, রাজস্থান, পঞ্জাব-সহ গোটা দেশেই প্রযোজ্য হবে এই বিল ৷ লোকসভায় অধিবেশন চলাকালীন একথাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে অসমে অবৈধভাবে অনুপ্রবেশ চলছিলো ৷ যার জেরে বেশ কিছু সমস্যায় জর্জরিত অসম ৷ আর এখন অসমের সমস্যা গোটা দেশেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ৷
তবে রাজনাথ সিংয়ের মন্তব্যের প্রতিবাদে হইচই শুরু হয়ে যায় সংসদে ৷ ওয়েলে নেমে প্রতিবাদ জানান বিরোধী দলের নেতারা ৷ তৃণমূল নেতা সৌগত রায় বলেন, বিলে ৬টি ধর্মের কথা উল্লেখ করা হয়েছে ৷ কিন্তু মুসলিমদের কথা সেই বিলে উল্লেখ নেই ৷ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে দাবি করেন, একাধিক রাজ্য এই বিলের বিরোধিতা করছে ৷ সেক্ষেত্রে সিলেক্ট কমিটির উচিত বিষয়টি বিবেচনা করে দেখার ৷
Be the first to comment