মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে লোকসভায় পাস হয়ে গেলো উচ্চবর্ণ সংরক্ষণ সোংশোধনী বিল ৷ সংশোধনীর পক্ষে ভোট পড়েছে মোট ৩২৩টি ৷ বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৩টি ৷ বুধবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে ৷ তবে বিলটি লোকসভায় পাশ হলেও তা জেপিসি-তে পাঠানোর আবেদন জানিয়েছে কংগ্রেস ৷ মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী তাওয়ারচন্দ গেহলট।
এদিন সাড়ে চার ঘণ্টা ধরে লোকসভায় বিলটি নিয়ে বিতর্ক চলে। বিরোধীরা প্রশ্ন তোলে, বিলটি সুপ্রিম কোর্টে মামলা হলে ধাক্কা খেতে পারে। এদিন লোকসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ৷
Be the first to comment