আইএএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। ধর্ষণ নিয়ে ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীনও হয়েছিলেন তিনি। আর এবার সরাসরি উচ্চপদস্থ চাকরিতে ইস্তফা দিলেন কাশ্মীরের যুবক ফয়জল।
প্রাথমিক খবর অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনেও লড়তে পারেন ফয়জল। জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে পারেন তিনি। জম্মু-কাশ্মীর উপত্যকায় নির্বিচারে হত্যালীলার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন ফয়জল। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে প্রকৃতপক্ষে কেন্দ্রের কোনও আগ্রহ নেই। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকারের একজন আমলার পদ থেকে পদত্যাগ করেছেন ফয়জল। এদিকে ফয়জলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
Be the first to comment