প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সমালোচিত হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করলো জাতীয় মহিলা কমিশন। রাহুলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, নতুন করে আরও নীচে নামলো ভারতীয় রাজনীতির মান। অপর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মনে হয়েছে রাহুলের মন্তব্যে নারীদের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছু নেই।
এই প্রসঙ্গটির সূত্রপাত হয় রাজস্থান থেকে। সে রাজ্যের একটি সভা থেকে বুধবার আরও একবার রাফাল প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল। বলেন সংসদে তাঁকে রক্ষা করেছেন এক মহিলা। তাঁর কথায় , ‘ ৫৬ ইঞ্চির চৌকিদার পালিয়ে গিয়েছেন। এক মহিলাকে সাহায্য করতে বলেছেন তিনি। নিজেকে নিজে বাঁচাতে পারছেন না । মহিলার সাহায্য নিচ্ছেন। কিন্তু তিনিও তাঁকে বাঁচাতে পারলেন না। আমি হ্যাঁ অথবা না-তে উত্তর চেয়েছিলাম। ওরা সেটাও দিতে পারেননি।
গতকালই পাল্টা ট্যুইট করেছিলেন রাহুল যেখানে লিখেছিলেন মহিলাদের সম্মান করতে শেখার শুরুটা নিজের বাড়িতে হয় । রাফাল সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর পুরুষের মতো দিন, মোদিকে কটাক্ষ করেছিলেন রাহুল । মহিলাদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেছেন রাহুল, উনি কি মহিলাদের দুর্বল ভাবেন, প্রশ্ন তুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।
Be the first to comment