বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক জনসভা থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোংরা রাজনীতি চলছে। সরকারি টাকায় চলছে কেন্দ্রের উন্নয়ন প্রকল্প। অথচ, দলের লোগো লাগানো চিঠি দিয়ে নিজেদের ঢাক পেটাচ্ছে বিজেপি। ওরা নিজেরা কোনও কাজ করে না, মুখেই শুধু বড় বড় কথা।
পাশাপাশি মমতা বলেন সরকারি টাকা নয়ছয় করে দলের প্রচার চালাতে ব্যস্ত বিজেপি। আর কেন্দ্রের প্রতিবাদে এদিন আয়ুষ্মান প্রকল্প (স্বাস্থ্য প্রকল্প) থেকে রাজ্যের সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিলেন মুখ্যমন্ত্রী। প্রকল্প ছেড়ে বেরিয়ে আসার কথা জানিয়ে দিল্লিকে চিঠিও দিল রাজ্য সরকার। তিনি বলেন, কেন্দ্র শুধু বলেই খালাস। ওদের কোনও দায়িত্ব নেই। প্রকল্প করবে ওরা, আর টাকা দেবে রাজ্য? এটা কখনোই চলতে পারে না।
এছাড়া এদিন সভামঞ্চ থেকে মোদীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, হিটলার, মুসোলিনি, চেঙ্গিস খানের থেকেও খারাপ মোদী। মমতা অভিযোগ করেন, রাজ্যগুলিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এদিন নদিয়ার প্রশাসনিক সভা থেকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন ছবি-
Be the first to comment