ভোটের আগে ব্যবসায়ীদের দ্বিগুণ কর ছাড়, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।এখন থেকে বার্ষিক ৪০ লাখ টাকার টার্নওভারে লাগবে না রেজিস্ট্রেশন ৷ এই সিদ্ধান্তে লাভবান হয়েছেন প্রায় ২০ লক্ষ ব্যবসায়ী ৷ জিএসটি রেজিষ্ট্রেশনের সীমাও বাড়ানো হয়েছে।
অন্যদিকে, জিএসটি কম্পোজিশন স্কিমে ছোট ব্যবসায়ীদের টার্নওভারের উপর ট্যাক্স দিতে হয় ৷ আগে ১ কোটি টাকার টার্নওভারের ক্ষেত্রে ট্যাক্স দিতে হত ৷ এখন তা বাড়িয়ে ১.৫ কোটি টাকা করা হয়েছে ৷ এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন MSMEs ৷ নতুন নিয়ম লাগু হবে পয়লা এপ্রিল থেকে৷
বৃহস্পতিবারই জিএসটি কাউন্সিলের বৈঠক বসে নয়াদিল্লিতে। বৈঠক শেষে জিএসটির রেজিস্ট্রেশন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানান অরুণ জেটলি।
Be the first to comment