হিন্দ সিনেমায় বন্ধ হলো ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’- এর শো

Spread the love

যুব কংগ্রেসের সমর্থকদের বিক্ষোভের জেরে কলকাতার একটি হলে বন্ধ হয়ে গেলো ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর প্রদর্শন। সিনেমা প্রদর্শন বন্ধ করে দিলো কলকাতার হিন্দ আইনক্স কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ছবিটি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন পথে নামেন যুব কংগ্রেস সমর্থকরা। সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিলো বিশাল পুলিশ বাহিনী। এদিন ছবিটির প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হলের বাইরে উত্তেজনা, বিক্ষোভ বাড়তে থাকে। আর এই পরিস্থিতিতে কলকাতার হিন্দ আইনক্সে বন্ধ করে দেওয়া হলো দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার। জানা গিয়েছে, অধীরপন্থী নেতা সুমন পালের নেতৃত্বে এই বিক্ষোভ।

তবে কর্তৃপক্ষের দাবি, ছবি প্রদর্শন বন্ধের কোনও নির্দেশ আসেনি। পরিস্থিতির বিচার করে দর্শকদের নিরাপত্তার স্বার্থে আপাতত ছবিটির প্রদর্শন বন্ধ করা হয়েছে। যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্র দাবি করেন, কাউকে কোনও রকম শো বন্ধ করতে বলা হয়নি। রাহুল গান্ধি তাঁদের এই নির্দেশ দেননি। তাঁরা কারোও বাক স্বাধীনতার বিপক্ষে নন। আর এই বিক্ষোভ ঘিরে প্রদেশ কংগ্রেসে বিভাজনের সৃষ্টি হয়। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, কোথাও কোনও সিনেমা প্রদর্শনে বাধা দেওয়া হয় নি।

প্রসঙ্গত, ছবির ট্রেলর সামনে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত। মধ্যপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবে ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠে। দাবি তোলেন কংগ্রেস সমর্থকরা। দর্শকরা জানিয়েছেন, এদিন সিনেমা শুরুর ১০ মিনিটের মধ্যেই শো বন্ধ করে দেওয়া হয়। ছবিটির প্রদর্শন চলাকালীন হঠাৎই হলের ভিতর ঢুকে পড়ে সাদা পোশাকের পুলিস। তারপরই তাঁদের হল থেকে বেরিয়ে যেতে বলা হয়। যদিও, ছবিটির প্রদর্শন বন্ধ নিয়ে হিন্দ সিনেমা কর্তৃপক্ষ সেভাবে মুখ খোলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*