শ্যামবাজারের ব্রিগেড প্রস্তুতি মঞ্চ থেকে শুক্রবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল যুব কংগ্রেস সভাপতির সাফ কথা, দম থাকলে অমিত শাহ বাংলার কোনও লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ান আমি একাই ওঁর পরাজয় নিশ্চিত করব ৷
আর তারপরই টুইটারে তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন অভিষেককে পরোক্ষে কুকুর বলতেও এতটুকু বাধেনি তাঁর। তবে ছেড়ে দিলেন না অভিষেকও। কৈলাস বিজয়বর্গীয়র আক্রমণের প্রেক্ষিতে তাঁকে তাঁর ভাষাতেই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তপ্ত বাক্য বিনিময়ের স্বাক্ষী হয়ে রইলো টুইটার।
প্রসঙ্গত, শুক্রবারই দিল্লিতে বিজেপির জাতীয় মহাধিবেশন থেকে বাংলা দখলের ডাক দেন অমিত শাহ। তিনি বলেন, ২০১৯ সালে মোদী সরকার প্রত্যাবর্তন করলে কেরলে গেরুয়া ঝান্ডা উড়বে। পাশাপাশি, বাংলাতেও ক্ষমতায় আসতে প্রস্তুত বিজেপি। অমিত শাহের এই মন্তব্যের পরই তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই চ্যালেঞ্জের পরই আসরে নামেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির এই নেতা টুইটারে লেখেন, রাজনীতিতে ভ্রান্ত ধারণার কোনও চিকিত্সা নেই। ভুল ধারণা পোষণ করা বন্ধ করুন শ্রীমান অভিষেক। কারণ নিজের পাড়ায় তো…(পড়ুন কুকুরও) বাঘ হয়। ঘাসের শিকড় উপড়াতে বেশি সময় লাগবে না।
কৈলাস বিজয়বর্গীয়র এমন আক্রমণের পর তাঁকে টুইটারেই পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কুকুর-এর তুলনা টেনেই অভিষেক লেখেন, আপনি ঠিকই বলেছেন। কিন্ত যখন বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসে, তখন…(কুকুরের) থেকে বড় কেউ হয় না।
পাশাপাশি এদিন অভিষেক আরও লেখেন, আর অনুরোধ করছি আপনাকে আমার ভাষা বাংলা, আমার রাজ্যের ভাষা বাংলা… যা আপনি এবং আপনার দিল্লির নেতারা পড়তেও জানেন না, বলতেও জানেন না, লিখতেও জানেন না… বাংলা শিখুন তারপর বাংলা দখল করার স্বপ্ন দেখবেন।
Be the first to comment