সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ.কে.পট্টনায়ক সাফ জানিয়ে দিলেন, প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক ভার্মার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ নেই। তাঁর মতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির দ্বারা যেভাবে অলোক বর্মাকে পদচ্যুত করা হল তা অত্যন্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে’। প্রসঙ্গত, অলোক ভার্মার বিরুদ্ধে তদন্ত করার প্রক্রিয়াটি শুরু হয় সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার অভিযোগের ওপর ভিত্তি করে। উল্লেখ্য,
অলোক ভার্মা কোনও দুর্নীতির সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখার জন্য সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের পক্ষ থেকে তাঁর প্রতি দায়িত্ব দেওয়া হয়েছিলো।
অলোক ভার্মাকে সিবিআই অধিকর্তার পদ থেকে সরিয়ে দমকল দফতরের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি এই নতুন দায়িত্ব নিতে অস্বীকার করে শুক্রবারই সরকারকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
Be the first to comment