৮ হাজার কোটি টাকার কৃষিঋণ দেবে রাজ্য সরকার

Spread the love

কৃষকদের স্বার্থে এবার বড়সড় ঘোষণা করলো রাজ্য সরকার ৷ ৮ হাজার কোটি টাকা কৃষিঋণের ঘোষণা করলো নবান্ন ৷ এরফলে উপকৃত হবে রাজ্যের প্রায় ১ লক্ষ কৃষি পরিবার। জানা গিয়েছে, কৃষিঋণ দেওয়া হবে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ৷ ৪ শতাংশ সুদের হারে এই ঋণ দেওয়া হবে। ঋণ দেওয়ার জন্য সমবায় ব্যাঙ্কগুলিকে বিশেষ আর্থিক সুবিধাও দেবে রাজ্য। সমবায় ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করবে রাজ্যের অর্থ দফতর।

এছাড়া কৃষক পরিবারের মেয়েরা যেসব স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত, সেই গোষ্ঠীগুলিকেও বিশেষ আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। সেই গোষ্ঠীগুলিকে ১২০০ কোটি টাকা দেবে রাজ্য। এমন ঘোষণার ফলে স্বভাবতই খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যবিত্ত মানুষেরা ৷

এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে আগামী অর্থবর্ষ অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষ থেকেই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*