সেনাবাহিনীর জওয়ানদের ট্র্যাপে ফেলে তথ্য আদায় করা কোনও নতুন ঘটনা নয়। একাধিকবার পাকিস্তানের পাতা এই ফাঁদে পা দিয়েছে জওয়ানেরা। এবার একবার সেই ঘটনার শিকার হল আরও এক ভারতীয় জওয়ান। সোমবীর নামে ওই জওয়ানকে শনিবার গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই জওয়ান বেশ কিছু গোপন ছবি পাঠিয়ে দিয়েছে পাকিস্তানি এজেন্টকে। জম্মুর বাসিন্দা ছাত্রী বলেই তার সঙ্গে পরিচয় করেছিল ওই এজেন্ট।
জানা গিয়েছে ওই জওবানকে ফাঁদে ফেলার জন্য পাঠানো হত নানা ধরনের অন্তরঙ্গ মেসেজ। এইভাবেই আলাপ জমে উঠেছিল। এরপরই ওই জওয়ান একের পর এক ছবি পাঠায় ওই এজেন্টকে। ভারতীয় সেনার ট্যাংক, অস্ত্র এমকি আর্মি কোম্পানির অবস্থানের ছবিও পাঠানো হয়েছে। তাঁর কিছু কাজকর্মে সন্দেহ হওয়াতেই শুরু হয় তদন্ত।
আগামী ১৮ জানুয়ারী পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে শুধু তথ্য পাঠানোই নয়, তার বদলে টাকাও পেতেন সোমবীর। কিছুদিন আগেই হাজার পাঁচেক টাকা জমা হয় তাঁর ভাইয়ের অ্যাকাউন্টে।
Be the first to comment