অলোক ভার্মার পদত্যাগ প্রসঙ্গে মোদীকেই কাঠগড়ায় তুললেন রাহুল

Spread the love

অলোক ভার্মার পদত্যাগ প্রসঙ্গে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই গোটা বিষয়টিই সংবিধান এবং আইন বিরুদ্ধ ৷ তবে, এই প্রথম নয় ৷ গত তিন বছর ধরেই সংবিধানের অবমাননা করছেন মোদী। সিবিআই প্রধানকে দু’দুবার তাঁর পদ থেকে এত তাড়াতাড়ি সরানোর কি মানে হতে পারে? একবার রাত ১.৩০টায় জরুরি ভিত্তিতে সরানো হয় অলোক ভার্মাকে ৷ তারপরে সুপ্রিম রায় স্বত্ত্বেও কয়েক ঘণ্টার মধ্যেই ফের সরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ যার মূল তত্ত্বাবধানে ছিলেন নরেন্দ্র মোদীই ৷ এর কারণ কি হতে পারে ?

কংগ্রেস সভাপতি আরও বলেন, নীতিন গডকরি, সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি কেউই অলোক ভার্মাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না ৷ কিন্তু শুধুমাত্র মোদি কেন ? সিবিআই এবং রাফাল ইস্যু নিয়ে তদন্ত করছিলেন অলোক ভার্মা ৷ আর তখনই সিবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল ভার্মাকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*