অলোক ভার্মার পদত্যাগ প্রসঙ্গে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই গোটা বিষয়টিই সংবিধান এবং আইন বিরুদ্ধ ৷ তবে, এই প্রথম নয় ৷ গত তিন বছর ধরেই সংবিধানের অবমাননা করছেন মোদী। সিবিআই প্রধানকে দু’দুবার তাঁর পদ থেকে এত তাড়াতাড়ি সরানোর কি মানে হতে পারে? একবার রাত ১.৩০টায় জরুরি ভিত্তিতে সরানো হয় অলোক ভার্মাকে ৷ তারপরে সুপ্রিম রায় স্বত্ত্বেও কয়েক ঘণ্টার মধ্যেই ফের সরিয়ে দেওয়া হয় তাঁকে ৷ যার মূল তত্ত্বাবধানে ছিলেন নরেন্দ্র মোদীই ৷ এর কারণ কি হতে পারে ?
কংগ্রেস সভাপতি আরও বলেন, নীতিন গডকরি, সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি কেউই অলোক ভার্মাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না ৷ কিন্তু শুধুমাত্র মোদি কেন ? সিবিআই এবং রাফাল ইস্যু নিয়ে তদন্ত করছিলেন অলোক ভার্মা ৷ আর তখনই সিবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হল ভার্মাকে ৷
Be the first to comment