রুমা গুহঠাকুরতা
জন্মঃ ২১শে নভেম্বর ১৯৩৪
তিনি একজন বাঙালি অভিনেত্রী ও গায়িকা। তাঁর মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। বাবা সত্যেন ঘোষ মা সতী দেবী, আলমোড়ায় উদয় শংকর কালচার সেন্টারের মিউজিক এন্সম্বলের সদস্য ছিলেন ও পরে মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটারে মিউজিক ডিরেকটার ( দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক)। সতী দেবীর পিসতুতো ভাই হলেন বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও বিজয়া রায় হলেন আপন ছোটবোন। ১৯৫২ সালে কিশোর কুমারকে বিবাহ করেন ও তাদের পুত্র সুগায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় এবং ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতা কে বিবাহ করেন । তিনি ১৯৫৮ সালে Calcutta Youth Choir প্রতিষ্ঠা করেন । সত্যজিৎ রায় পরিচালিত অভিযান (১৯৬২) ও গণশত্রু (১৯৮৮) তে রুমা দেবী অভিনয় করেছেন।তিনকন্যা-র মণিহারা-য় (১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে বাজে করুণ সুরে গানটি রুমা দেবীর গাওয়া।
.
তিনি যাওয়ার বার্তা, মশাল, আফসার, রাগ রাং, গুন্ডা, পলাতক, পর্বতের রঙ, বালিকা বধূ, আসিতে আসিও না, বাঘিনী, বৈরাগ, যদি জানতেম, স্বামী স্ত্রী, ত্রয়ী, ভালোবাসা ভালোবাসা, হুইল চেয়ার, হিমাগার, গায়ক, ঘর নিশিপুর ইত্যাদি সিনেমায় তিনি উল্লেখযোগ্য অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।
কার্তিক কুমার
জন্মঃ ২১ নভেম্বর ১৯৭৭
তিনি একজন অভিনেতা ও কমেডিয়ান।
তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন, সঙ্গিতশিল্পী সুচিত্রা রামাদুরাই তাঁর স্ত্রী।
.
টিকিট, ভেপ্পাম, বিনোদন, স্বপ্ন কে দেশ মে, পই সোল্লা পরম, ইউভা ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেন।
.
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভেচ্ছা
আরতি ছাবরিয়া
জন্মঃ ২১ নভেম্বর ১৯৮২
তিনি একজন ভারতীয় অভিনেত্রী। যিনি হিন্দি, তেলেগু, পাঞ্জাবি, ও কানাডা সিনেমায় অভিনয় করেন।
.
তিনি লজ্জা, আওয়ারা পাগল দিওয়ানা, রাজা ভাইয়া, তুমসে আচ্ছা কন হ্যায়, পার্টনার, অনামিকা, হে বেবী, রজনী, মিলেঙ্গে মিলেঙ্গে ছবিতে অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment