যে রাজনীতিবিদ ধর্মীয় হিংসায় উস্কানি দেয় তাকে আগুনে পুড়িয়ে দিন। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের সুহেলদেব বহুজন সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভডর। আর এই মন্তব্যের পরই শুরু হলো বিতর্ক। রবিবার আলিগড়ের একটি জনসভায় ওপি রাজভর বলেন, কখনও দেখেছেন জাতিগত সংঘর্ষে বড় কোনও রাজনৈতিক নেতাকে প্রাণ হারাতে? কেন মারা যান না তাঁরা? যারা এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে লড়াই করার ইন্ধন যোগায় তাদের গায়ে আগুন ধরিয়ে দিন ৷ তবেই তাঁরা ধর্মীয় বিভাজনের তাস খেলা বন্ধ করবে ৷
রাজভর আরও জানান, কিছু রাজনৈতিক নেতা হিন্দু ও মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করে ৷ তাদের বোঝা উচিত, সংবিধান অনুযায়ী কোনও ব্যক্তি ভোটাধিকার পেয়ে গেলে তাঁকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় না ৷ পাশাপাশি লোকসভা নির্বাচনে এনডিএ-র জোট প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি যদি আগ্রহ না দেখায় তবে আমরা এনডিএ ছেড়ে বেরিয়ে যাব।
Be the first to comment