শিক্ষকতায় করা যাবে ইন্টার্নশিপ, বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

এবার ডাক্তারির মতো শিক্ষকতায়ও করা যাবে ইন্টার্নশিপ। সোমবার নবান্ন সভাঘরে প্রায় ২ ঘণ্টারও বেশী সময় ধরে চলা শিক্ষা সংক্রান্ত এক বৈঠকে একথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, সুন্দরবন, ঝাড়গ্রাম, মেদিনীপুর পশ্চিমের কিছুটা অংশ এবং ডুয়ার্সের কিছুটা এলাকায় ছাত্র-ছাত্রী আছে, কিন্তু শিক্ষক-শিক্ষিকা নেই। মমতা বলেন, আমরা একটা প্রস্তাব ভেবে দেখতে বলেছি যে, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর কোনও ব্যক্তি ২ বছর ওই বিদ্যালয়ে ইন্টার্ন করতে পারবেন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যোগ্যতামান গ্রাজুয়েট। আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যোগ্যতামান অনার্স অথবা মাস্টার্স হতে হবে।

প্রাইমারি স্কুলের ক্ষেত্রে শিক্ষকরা প্রতিমাসে পাবেন দু’হাজার টাকা এবং হাই সেকেন্ডারি স্কুলে প্রতিমাসে শিক্ষকরা পাবে আড়াই হাজার টাকা। ভালো কাজ করলে টাইম টু টাইম রিভিউ করে পরবর্তী ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এবিষয়ে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য মুখ্যসচিব, অর্থসচিব ও শিক্ষাসচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা হলো ক্লাস ফাইভকে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*