কন্যাশ্রীর ফলে ড্রপআউট বন্ধ, উচ্চশিক্ষায় আরও এগিয়ে আসছে মেয়েরা
সোমবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে শিক্ষা সংক্রান্ত বৈঠক শেষে বলেন, কন্যাশ্রীর ফলে মেয়েদের মধ্যে ড্রপআউট কমে গেছে। এমনকি কন্যাশ্রীর মেয়েরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে। এটা খুব আনন্দের ব্যাপার। উচ্চশিক্ষায় (বিশ্ববিদ্যালয়) মেয়েদের অংশগ্রহণ হলো ৭৩ শতাংশ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছে। অর্থমন্ত্রী, মুখ্যসচিব এব্যাপারে কমিটি গঠন করে এটি বাস্তবায়িত করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ মমতা বলেন, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয় বা সেন্ট জেভিয়ার্স এই সমস্ত নামী বিশ্ববিদ্যালয়গুলি জেলার বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডপ্ট করবে বা সাহায্য করবে। তাতে এই বিশ্ববিদ্যালয় গুলি অনুপ্রানিত হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এদিন বলেন ১৯৪৭ সাল থেকে ২০১১ এর মে মাস পর্যন্ত ১২টি বিশ্ববিদ্যালয় ছিল রাজ্যে। গত সাড়ে ৭ বছরে আমরা ২৮টি বিশ্ববিদ্যালয় গড়েছি বাকি ১০টিও শুরু হবে। বহু কলেজ, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এই সাড়ে ৭ বছরে হয়েছে বলে তথ্য তুলে ধরেন। একটা সময় সব স্কুলে টয়লেট ছিল না। এখন ৯৯.৯৫ শতাংশ স্কুলে টয়লেট আছে। এটাকে ১০০ শতাংশ করতে হবে।
Be the first to comment