আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির পূর্ণলগ্নে কপিল মুনির আশ্রমে ভিড় জমিয়েছে লাখো পুণ্যার্থী। মঙ্গলবার ভোর থেকে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্যস্নান। দুর্ঘটনা এড়াতে ড্রোন, হেলিকপ্টারের মাধ্যমে চলছে নজরদারি। গতকাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাগরে ২৭ লাখ মানুষের ভিড় হয়েছে। আজ সেই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।আজ সকাল থেকে সাগর চত্বরে কড়া নজর রেখছে প্রশাসন। ড্রোন, হেলিকপ্টারের মাধ্যমে চলছে নজরদারি। রয়েছে পুলিশ কুকুরও। পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। কলকাতা থেকে সাগরে পৌঁছতে সরকারি-বেসরকারি বাসের ব্যবস্থা রয়েছে। রয়েছে লঞ্চ ও ভেসেল পরিষেবাও। সবমিলিয়ে গঙ্গাসাগর এখন পুণ্যার্থীদের ভিড়ের সাগর।
সোমবার মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলার পুণ্যস্নান। পুণ্যের খোঁজে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারাও। লাখো লাখো পুণ্যার্থীর গন্তব্য এখন একটাই। পৌষ সংক্রান্তির পুণ্যস্নানের জন্য এখন কয়েক লক্ষ মানুষের ভিড় গঙ্গাসাগরে। তিল ধারণের জায়গা নেই কপিল মুনির আশ্রমের বাইরে। এদিন পুণ্যার্থীদের ভিড়ে চোখে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। সাগরের জলে পবিত্র ডুব দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন বিদ্যুৎমন্ত্রী।
Be the first to comment