লোকসভা ভোটের প্রাক্কালে সিবিআই কর্তার অপসারণ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলতে নয়া কৌশল নিলো কংগ্রেস৷ প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে সরানোর প্রক্রিয়ায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (CVC) রিপোর্ট পেশের দাবি জানালেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে ৷ সিবিআই কর্তা অলোক ভার্মাকে যে উচ্চ পর্যায়ের কমিটি সরিয়েছে, সেই কমিটির সদস্য মল্লিকার্জুন খারগেও ৷ কমিটিতে তিনজন রয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিকরি ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে ৷
খারগের দাবি, মানুষ জানুক আগে কী ঘটেছে ৷ তারপর নিজেরাই উপসংহার তৈরি করুক ৷ প্রসঙ্গত, তিন সদস্যের কমিটিতে একমাত্র কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগেই অলোক ভার্মাকে সরানোর বিরুদ্ধে ভোট দেন ৷
Be the first to comment