সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন অধিকর্তা এম নাগেশ্বর রাওকে পদ থেকে সরানোর জন্য দায়ের হওয়া মামলার শুনানি হবে আগামী সপ্তাহে। তাঁকে পদ থেকে সরাতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের হয়ে মামলা লড়ছেন দেশের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। ওই সংস্থার দাবি নাগেশ্বর রাওকে নিয়ম না মেনে পদে বসানো হয়েছে। এই নিয়োগ আইনের পরিপন্থী বলেও অভিযোগ ওই স্বেচ্ছাসেবী সংস্থার।
উল্লেখ্য, ২৩ অক্টোবর পদ থেকে আচমকাই ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অলোক ভার্মাকে। তাঁর জায়গায় দায়িত্ব নেন এম নাগেশ্বর রাও। এই নিয়োগের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা। দায়িত্ব নিয়েই একাধিক আধিকারিককে বদল করা থেকে শুরু করে বেশ কিছু সিদ্ধান্ত নেন তিনি। অলোক ভার্মার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বদলেও ফেলেন তিনি। এরপর সুপ্রিম কোর্টের রায়ে পদ ফিরে পান অলোক ভার্মা। আদালত বলে যেভাবে অলোককে ছুটিতে পাঠানো হয়েছে তা বেআইনি। সিবিআই অধিকর্তাকে নিয়োগ বা অপদসারণের জন্য যে কমিটি আছে সেখানে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
Be the first to comment