ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন ভাবে এরাজ্যে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বুধবার নবান্নে শিল্প সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর বৈঠক শেষে একথা বলেন বর্ষীয়ান মন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। তিনি বলেন, ৭৫.৩৫ একর জমি এবং ৫০৬৮.১৮ স্কোয়ার ফিটের মডিউল শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। ডব্লুবিআইডিসি-র অধীনে ৮টি আবেদনকারী ছিল, তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এইভাবে মোট ৭৫০ কোটি টাকার বিনিয়গের প্রস্তাব আছে।
ব্রিটানিয়ার কারখানা কথায় হবে? এই প্রশ্নের উত্তরে এদিন পার্থবাবু বলেন,
ডব্লুবিআইডিসি-র অধীনে যে ৮টি ইন্ডাস্টিয়াল পার্কের কথা বলা হলো তারই কোনও একটিতে বিনিয়োগ করবে ব্রিটানিয়া। আর এর ফলে রাজ্যে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment