দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ট্রেনের দুটি কামরায় জনা ৭-১০ দুষ্কৃতী হামলা চালায়। অস্ত্র দেখিয়ে যাত্রীদের মোবাইল, টাকা, এটিএম কার্ড, গয়না লুট করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ। জানা গিয়েছে, উত্তর দিল্লির বাদলি স্টেশনে ট্রেনটি দাঁড়ানো মাত্রই বি৩ এবং বি৭ কামরায় ৭-১০ জন ঢুকে পড়ে। তাঁদের মুখে কাপড় বাঁধা। তারপর রীতিমতো লণ্ডভণ্ড করে দেয় দুটি এসি কামরা। মাত্র ১০-১৫ মিনিটের অপারেশনে যাত্রীদের মোবাইল, টাকা, এটিএম কার্ড, গয়না লুট করে চোখের নিমেশে অদৃশ্য হয়ে যায়।
দুরন্তের মতো হাই প্রোফাইল ট্রেনে ডাকাতির ঘটনায় বিতর্কের মুখে রেল কর্তৃপক্ষ। ট্রেনটিতে নিরাপত্তা রক্ষী ছিলেন কি না, থাকলেও তাঁরা কোথায় ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের অভিযোগের পরই নর্দান রেলের তরফে দ্রুত বিবৃতি দিয়ে তদন্তের কথা ঘোষণা করা হয়েছে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে আরপিএফের হাতে ।
Be the first to comment