ছবি- রাজীব মুখোপাধ্যায়
তমাল দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘WMT 9615’-এর পোস্টারের প্রথম লুক প্রকাশ্যে এলো। তিনটি আলাদা আলাদা গল্পকে এক সুতোয় বেঁধে দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক তমাল দাশগুপ্ত। তবে ছবিটির মূল কেন্দ্রবিন্দু একটি ‘ট্য়াক্সি’। যেহেতু এই ছবির গল্প আবর্তিত হয়েছে এই ট্যাক্সিকে কেন্দ্র করে,তাই ছবির নাম ‘WMT 9615’।
তবে শুধু পোস্টারই নয় বুধবার একই সঙ্গে হল এই ছবির মিউজিক লঞ্চও। ছবিটির সঙ্গীত পরিচালক প্রখ্যাত শিল্পী অনিন্দ্য বোস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক তমাল দাশগুপ্ত, সমদর্শী দত্ত, সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়, পৌষালী দাশগুপ্ত ও অলকানন্দা রায় ব্যানার্জি।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সমদর্শী দত্ত। এছাড়াও অনান্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অলকানন্দা রায় ব্যানার্জি, খরাজ মুখার্জি, দেবলীনা দত্ত, কৌশিক রায়, ধীমান ভট্টাচার্য, পৌষালী দাশগুপ্ত, রাজু মজুমদার, রাজ সেনগুপ্ত, অলিভিয়া চ্যাটার্জি, শুভ্র সেনগুপ্ত বসাক ও অশোক রঞ্জন গুপ্তা।
ছবিটির গল্প মূলত একটি ট্যাক্সিকে কেন্দ্র করে। তিনটে গল্পকে মিশিয়ে তৈরি হয়েছে ছবিটি। প্রধান চরিত্র রাহুলের জীবনের তিনটি অভিজ্ঞতাকে দেখানো হয়েছে ছবিটিতে। ছবিটি সম্পর্ক গড়ে তোলার কথা বলবে।
দেখুন ছবি-
Be the first to comment