শনিবারের ব্রিগেড সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শহরের বিভিন্ন অভিজাত হোটেলে হেভিওয়েটদের থাকার বন্দোবস্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সল্টলেকের হায়াত রিজেন্সিতে বিশিষ্টদের উষ্ণ অভ্যর্থনা জানাতে যান। আর সেখানেই শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেন মমতা। তারপর মমতা সেখান থেকে চলে যান তাজ বেঙ্গল হোটেলে। সেখানেই দেবগৌড়ার সঙ্গে বৈঠক করেন তিনি। দেখা করেন অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংয়ের সঙ্গেও। এদিন মমতা হেভিওয়েট নেতাদের হাতে শাল তুলে দেন। অন্যদিকে মমতার হাতে শাল তুলে দেন আপাংও। তবে দেবগৌড়ার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, দেবগৌড়া অনেক বরিষ্ঠ নেতা, ওনার সঙ্গে দেখা করে এলাম। পাশাপাশি তিনি বলেন, আজ যারা ইতিমধ্যেই এসেছেন বা আসবেন সবার সঙ্গেই তিনি দেখা করবেন এবং কথাও বলবেন।
এরপর মুখ্যমন্ত্রী যান ওবেরয় গ্র্যান্ড হোটেলে। সেখানে অখিলেশ যাদব সহ বিশিষ্টদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ঠাণ্ডার কারনে অখিলেশ সহ অনান্য নেতাদের গায়ে শালও জড়িয়ে দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Be the first to comment