ব্রিগেডে জনসমুদ্র বুঝিয়ে দিয়েছিল অন্তত জনসংখ্যার দিক থেকে অতীতের অনেক সমাবেশকে ছাপিয়ে যাবে এই সভা। আর এর সঙ্গে ছিল সভায় নক্ষত্র সমাবেশ। অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং এদিন তাঁর বক্তব্যেও বললেন, দেশের রত্ন, বাছা বাছা হিরেরা জমায়েত হয়েছেন ব্রিগেডের মঞ্চে। আবার দেখা গেল বাংলা আজ যা ভাবে, ভারত তা ভাবে কাল। আর এই ম্যাজিকে কৃতিত্ব দল-মত নির্বিশেষে সবাই দিল যাঁকে, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে বক্তব্যে উঠে এলো উত্তর-পূর্ব ভারতের বঞ্চনার ক্ষোভ। সমাবেশের বৈশিষ্ট্য এমন পর্যায় পৌঁছল, যে তৃণমূলের ডাকা সমাবেশে শোনা গেল ইনকিলাব জিন্দাবাদ। উঠল দেশ জুড়ে কৃষকদের সমস্যার কথা। আর মুক্ত কণ্ঠে সব নেতারা ধন্যবাদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Be the first to comment