বাগরোল এর মাংস খেয়ে হজম হলো না টিটাগড় থানার অর্ন্তগত পলতা জাফরপুরের দুই কলেজ পড়ুয়ার৷ বিশ্বজিৎ বিশ্বাস ও প্রনব বাউল দুই বন্ধু মিলে একটি বাগরোল মেরে এমনকি তাকে কেটে রান্না করার ছবি তুলে face Book te post করে।
আর Face Book er এই ছবি বনদপ্তর এর নজরে আসতেই,নড়েচড়ে বসে প্রশাসন।এরপরে টিটাগড় থানার সহযোগিতায় CID ও বন দপ্তর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে প্রনব বাউল কে।যদিও এখনও ফেরার অপর অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাস। তার খোজে তল্লাশি চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ এবং CID।ধৃতের বিরুদ্ধে বন দপ্তর ফরেস্ট Act এর মামলা রজু করেছে।
D.F.O মানিক লাল সরকার জানান, বাগরোল মেরে, সেই বাঘরোল কে কেটে ছবি করে ফেসবুকে পোস্ট করে গত পরশু। তাই দেখেই তারা সি,আই,ডি কে জানান। সি,আ,ডি টিটাগড় থানা কে সঙ্গে নিয়ে এক অভিযুক্তকে ধরে ফেলে। যদিও বাগরোল টি মরা ছিল বলে দাবি অভিযুক্তের।
Be the first to comment