শিল্পী সিংহঃ
স্বপ্ন যখন অতিসুহাসী
নিরুদ্দেশের সুপিয়াসী
লুটিয়ে পড়ে মাটির টানে,
কোথায় আবার?সোঁদেলা ঘ্রাণে।
বিভীষিকার চরম রূপে,
আবার লেগেছে কালির গন্ধ
মান্ধাতার বলি হওয়া
অবাক কিছু ছন্দ।
নিস্তেজ হওয়া ফাটলে,
যখন জন্মায় কোনো বৃক্ষ
টান মেরে তোল ওদের আজ
বড়ই যে সব মূর্খ।
অত্যাচারীর লালসায়
বিদ্রোহ যখন তোর
ভেঙে ফেল যত গরিমা
বার করে আন মোর।
বর্ণময় পৃথিবীতে
লুটিয়ে পরে লাশ
চুপ করে নয়
খুলে দে, নতুন একটা দ্বার।
দশ দিক ভূমিময়
প্রাণ দে মা;
জেগে ওঠ তুই আবার
গরিয়সী মা।
Be the first to comment