বিরোধীদের জোটকে আক্রমণ করলেন মোদী, পাল্টা দিলেন মমতাও

Spread the love

তাঁর বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়ে কথা বলবেন কিন্তু তিনি কোনও উত্তর দেবেন না, তা কী কখনও হয়? হ্যাঁ হলোও তাই। বিরোধীদের একের পর আক্রমণে বিদ্ধ হয়ে নীরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী। এদিন বিরোধীদের জোটকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, এই “গঠবন্ধন” মোদীর বিরুদ্ধে নয়। এটা ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে। এখনও তারা ঠিক করে সংগঠিতই হতে পারে নি। অথচ নিজেদের ভাগের জন্য দরাদরি শুরু করে দিয়েছে।

এদিন মোদী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমার পদক্ষেপ কিছু মানুষকে বিরক্ত করেছে। সাধারণ মানুষের টাকা লুট করতে আমি বাধা দিয়েছি। তাই তাদের পক্ষে রাগ করাটাই স্বাভাবিক।

এরপরই বিরোধী জোটকে কটাক্ষ করতে গিয়ে মোদী ভুলবশত বলে ফেলেন, বাংলায় বিজেপির একজন বিধায়ক৷ তাঁকে রুখতেই দেশের নেতারা একজোট হয়েছেন ৷ শনিবার সন্ধ্যায় চা-চক্রে মমতা এই ভুল শুধরে দিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, এক নয়, তিন ৷ ওঁকে বলুন ঠিক করে চেক করতে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*