সভা শেষ হতেই শুরু হলো মাঠ সাফাইয়ের কাজ। তবে শুধু ব্রিগেডই নয়; সেন্ট্রালপার্ক, গীতাঞ্জলি, উত্তীর্ণতে প্রশাসনের কড়া নজরদারিতে শুরু সাফাইকাজ। এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
মাত্র কয়েক ঘণ্টা আগেই শেষ হয়েছে ব্রিগেড সমাবেশ। তৃণমূলের কর্মী, সমর্থকেরা যে যার ঘরে ফিরতে শুরু করেছেন। ব্রিগেড সমাবেশ শেষ হতেই মাঠ পরিষ্কারের কাজে নেমে পড়েছেন পুরকর্মীরা। প্রায় সাড়ে তিনশো কর্মী হাত লাগিয়েছেন সাফাইয়ের কাজে। যত দ্রুত সম্ভব মাঠকে জঞ্জালমুক্ত করতে তৎপর তাঁরা।
পরিবেশপ্রেমী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে আপোস করতে নারাজ বলে জানান ফিরহাদ হাকিম। মাঠ সাফাই করতে আনা হয়েছে আধুনিক প্রযুক্তির গাড়ি। প্রথমদফা সাফাইয়ের পরে হবে মঞ্চ খোলার কাজ। তারপরে দ্বিতীয় দফার মাঠ পরিষ্কার।
Be the first to comment