মোদি সরকারকে উৎখাতই একমাত্র লক্ষ ৷ মমতার ব্রিগেড দেখলো মহাজোটের মঞ্চ। এই ব্রিগেডে যাওয়ার জন্য শনিবার সকাল থেকে শহরের প্রায় সব রাস্তাই ছিল ব্রিগেডমুখী ৷ বেলা যত বেড়েছে, ভিড়ও ততই বেড়েছে ৷ ঐতিহাসিক ইউনাইটেড ইন্ডিয়া র্যালির পরই একযোগে লড়াইয়ের উদ্যোগ ৷
সভা শেষে ট্যুইট করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে তিনি বলেন, ‘আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন ৷ ১৯-এর থেকেই নতুনের শুরু ৷ অসহিষ্ণুতা, বৈষম্য, অহংকারী সরকারের পতনের শুরু হল আজ থেকে ৷ ১৯ জানুয়ারি ছিল একটি ঐতিহাসিক দিন ৷ যে দিনে দেশের নানা প্রান্ত থেকে রাজনৈতিক নেতারা এসে যোগ দেন ব্রিগেডে ৷ দেশ বাঁচানোর লক্ষ্যে, গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে ৷’
পাশাপাশি দেশকে আরও শক্তিশালী, প্রগতিশীল, সংঘবদ্ধ করে তুলতেই এই মহাজোট ৷ ইউনাইটেড ইন্ডিয়া র্যালির এই দিনটি ইতিহাসের পাতায় ঠাঁই নেবে বলে জানালেন তৃণমূল সুপ্রিমো ৷
Be the first to comment