এভাবে বাড়ি তৈরি করা যায় না। গোটা এলাকাকে জতুগৃহ বানিয়ে রেখেছে। এর ব্যবস্থা করা দরকার। গড়িয়াহাট মোড়ে আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীদের দায়ি করে একথাই বললেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, দমকলের ১৯টি ইঞ্জিন কাজ করছে। তবে এলাকায় প্রচুর দাহ্য় পদার্থ মজুত থাকায় কাজ করতে অসুবিধে হচ্ছে দমকল কর্মীদের।
ফুটপাতের উপর একটি বাড়িতেও আগুন লেগেছে।
সুজিতবাবু আরও বলেন, এখানে বেআইনিভাবে বাড়ি তৈরি হয়েছে। গোটা এলাকাকে জতুগৃহে পরিণত করেছে এরা। এর ব্যবস্থা করা দরকার। আমি পৌরনিগমের সঙ্গে কথা বলব। বেআইনি নির্মাণের জন্যই আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। সব ফুটপাতের উপর ব্যানার হোর্ডিং লাগিয়ে দিয়েছে। এরা ব্যবসা নিয়ম মেনে করছে না। এভাবে ফুটপাতে দোকান করা যায় না।
Be the first to comment