হকারদের স্টলগুলিতে যাতে চাকা লাগান হয় সেই বিষয়ে কথা বলবোঃ ফিরহাদ হাকিম

Spread the love

গড়িয়াহাটের বহুতলে আগুন লাগার পর অনেকক্ষণ কেটে গেলেও এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আর রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি দেখলাম যে ভয়াবহ আগুন লেগেছে। এভাবে প্লাস্টিক লাগিয়ে রাখার সবসময় বিরোধী আমি। আরও একটি বিষয় হল, হকারদের স্টলগুলিতে চাকা থাকে না। ফলে আগুন লাগলে তার মোকাবিলা করতে অসুবিধা হয়। সব স্টলে যাতে চাকা লাগানো হয় সে বিষয়ে আমি কথা বলব। এত প্লাস্টিক দিয়ে এখানে ঘিরে রাখা যাবে না।

পাশাপাশি ববি হাকিম আরও বলেন, কী কারণে আগুন লেগেছে তা এখনই বলা যাবে না। দমকলের তরফ থেকে তদন্ত করে দেখা হবে। ফরেনসিক পরীক্ষা হবে। তারপরই সবটা জানা যাবে। এছাড়া কলকাতার বিভিন্ন বহুতলে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে দমকলের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন মেয়র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*