মায়াবতীকে নিয়ে কুরুচিকর মন্তব্য; সাধনা সিংয়ের বিরুদ্ধে দায়ের অভিযোগ, সরব তৃণমূল

Spread the love

মায়াবতী মহিলা নাকি পুরুষ বোঝা যায় না। কোনও আত্মসম্মান নেই। ওঁর কার্যত শ্লীলতাহানি করা হয়েছিল। ইতিহাসে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। দ্রৌপদী প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আর এই মহিলা (মায়াবতী) সব কিছু খুইয়েছেন। কিন্তু, এখনও ক্ষমতার জন্য আত্মমর্যাদা বিক্রি করে চলেছেন। আমরা মায়াবতীজিকে ধিক্কার জানাচ্ছি। উনি নারীজাতির কলঙ্ক। উত্তরপ্রদেশের একটি জনসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির মোগলসরাইয়ের বিধায়ক সাধনা সিং। আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে জোট গঠন করেছে সপা ও বসপা ও সেই জোটকেই কটাক্ষ করাকালীন মায়াবতীকে তীব্র আক্রমণ করেছিলেন সাধনা। 

উল্লেখ্য, ১৯৯৫ সালে লখনউ গেস্ট হাউজে সমাজবাদী পার্টির কর্মীরা মায়াবতীকে নিগ্রহ করে। সাধনা সিং ওই ঘটনার দিকেই স্পষ্ট ইঙ্গিত করছিলেন তা পরিষ্কার। আর এই ঘটনার পরই নিন্দার ঝড় ওঠে সব মহলেই। প্রতিবাদে সামিল হয়েছে রাজনৈতিক মহলও। এই মন্তব্যের প্রতিবাদ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও। সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, মায়াবতীর প্রতি এই ধরনের মন্তব্য অত্যন্ত অসম্মানজনক ও নিন্দনীয়।

এদিকে বসপা নেত্রী মায়াবতীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন বিজেপি বিধায়ক সাধনা সিং। আর এই মন্তব্যের জন্য সমস্ত মহল থেকেই সমালোচিত হন সাধনা সিং। এরপর রবিবার তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দেন। যদিও তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বসপা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*