বিজেপি বুঝে গিয়েছে ওদের সময় শেষঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

ওরা ভয় পেয়েছে, তাই প্রধানমন্ত্রী থেকে সবাই বিগত দু’দিন ধরে নানা কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে না থেকেও যে সরকারে আছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। অরুণবাবুরও শরীর ভালো নেই তাও ওরা বলছে। ওরা বুঝে গিয়েছে ওদের সময় শেষ। সোমবার নিউটাউনের কনভেনশন সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অরুণ জেটলি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পাশাপাশি এদিন পার্থবাবু আগামীকাল মালদহে অমিত শাহের সভা প্রসঙ্গে বলেন, ৩৪ বছর আমরা অনেক লড়াই করে অনেক অনুমতি পেয়েছি। ওরাও লড়াই করুক। প্রশাসন কী ওদের হয়ে লোক এনে দেবে নাকি? পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, ওরা যতই আসুক, কিছুই করতে পারবে না।

অন্যদিকে, এদিন সিপিএম ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, সিপিএম বলছে ব্রিগেডে লোক হয়নি। ওঁদের বয়স হয়েছে। আগে ৫ ঘণ্টার ব্রিগেড করে দেখাক। তারপর এসব কথা বলবে। ওদের দল এখন সাইনবোর্ডে পরিণত হয়েছে। থেকে কী লাভ এমন দলের?

পাশাপাশি পার্থবাবু আরও বলেন, যে বলছে দিল মিলে না মিলে তাকে জিজ্ঞাসা করুন, এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস সব এক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*