উত্তর ভারতের দিল্লি সহ উত্তর প্রদেশ এবং হরিয়ানার বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকেই ভারী শিলাবৃ্ষ্টি শুরু হয়েছে। অন্যদিকে সোমবার রাত থেকে ভারী তুষারপাত হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে বিভিন্ন এলাকায়। ভারী বৃষ্টির জেরে দিল্লির বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে গেছে। যানজটে আটকে পড়েছে অনেক গাড়িও। এদিকে ভারী বৃষ্টি ও তুষারপাতের জেরে বৈষ্ণদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাওয়ার জন্য হেলিকপ্টার ও রোপওয়ে পরিষেবা আজ বন্ধ রাখা হয়েছে। তুষারপাতের পর জম্মু ও কাশ্মীরে রাজৌরির মুঘল রোডে বরফ সাফাইয়ের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে ভারী শিলাবৃষ্টি শুরু হয় দিল্লির এনসিআর ও সংলগ্ন এলাকার পাশাপাশি উত্তর প্রদেশ ও হরিয়ানার গুরগাঁও সহ বিভিন্ন এলাকায়। আচমকা এই বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। হিমাচল প্রদেশের সিমলা জেলার নারকান্দা শহর বরফে ঢেকে গেছে।
Be the first to comment