ইতিমধ্যেই ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি-বিরোধী নেতারা ৷ তাদের দাবি, ২০১৯-র নির্বাচনে ইভিএমের পরিবর্তে ব্যালট মেশিন ব্যবহার করা হোক ৷ এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন বিএসপি সুপ্রিমো মায়াবতী ৷
প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রাক্কালেই লন্ডনে বসে বিস্ফোরক দাবি করেছেন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সইদ সুজা। তাঁর দাবি, ট্রান্সমিটার ব্যবহার করে ইভিএম হ্যাক করা যায়। ২০১৪ সালেও তাই করা হয়েছিল। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মায়াবতী বলেন, ইভিএম নিয়ে যে একের পর এক তথ্য উঠে আসছে ৷ সেটি অত্যন্ত চিন্তার বিষয় ৷ নির্বাচনে অবিলম্বে ইভিএম ব্যান করে দেওয়া উচিত ৷ ইভিএমের বদলে যদি ব্যালট মেশিন ব্যবহার করা হয় তাহলে নির্বাচনের স্বচ্ছ্বতা বজায় থাকবে ৷
পাশাপাশি তিনি আরও বলেন, ভোট হামারা, রাজ তুমহারা ৷ বছরের পর বছর ধরে এটি চলতে পারে না ৷ এই সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মায়াবতী ৷
উল্লেখ্য ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গঠিত হয়েছে ৷ সেই দলে রয়েছেন সতীশ মিশ্র, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, অভিষেক মনু সিংভি ৷ তারাই ইভিএমের উপরে একটি রিপোর্ট তৈরি করে সেই চিঠি নির্বাচন কমিশনের কাছে জমা দেবে ৷
Be the first to comment