প্রধান শিক্ষক পদের কাউন্সিলিং-এর উপর স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্ট

Spread the love

আবারও সমস্যা তৈরি হলো প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ৷ মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের প্রধান শিক্ষক পদের কাউন্সিলিং-এর উপর স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্ট ৷

জানা গিয়েছে, ২০১৭ সালে প্রধান শিক্ষক নিয়োগে নতুন আইন প্রণয়ন করা হয় ৷ সেখানে বলা হয়, স্নাতকোত্তর পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর অবশ্যই পেতে হবে ৷ আর এই নিয়মকে চ্যালেঞ্জ করে মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে সবাইকে পরীক্ষায় বসার অনুমতি দেয় আদালত। কিন্তু মামলাকারীদের ফলপ্রকাশ করা হয়নি বলে খবর। ফলে তারা ডাক পাচ্ছেন না কাউন্সিলিং-এ। সেই মর্মেই আদালতে মামলা দায়ের করা হয়েছিলো। আগামী ২৪ জানুয়ারি থেকে কাউন্সিলিং শুরু করার কথা ছিল ৷ সেই মামলাতেই স্থগিতাদেশ দিলেন বিচারপতি শেখর ববি শরাফ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*