লোকসভা ভোটের আগে বড় চমক দিলো কংগ্রেস। অবশেষে রাজনীতিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বুধবার নিযুক্ত করা হলো সোনিয়া কন্যাকে। উনিশের লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি থেকেই দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নিয়ে নেবেন প্রিয়াঙ্কা ৷
উল্লেখ্য, প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান নিয়ে চলছিলো বিস্তর চর্চা। সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে এবার প্রিয়াঙ্কা ভোটে লড়তে পারেন বলেও জল্পনা শুরু হয়েছিলো। এদিন প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদানের পরই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার রায়বরেলি থেকে ভোটে লড়বেন তিনি?
এছাড়া উত্তরপ্রদেশকে দু-ভাগে ভাগ করে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কার হাতে। অন্য ভাগের দায়িত্ব পেয়েছেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া।
Be the first to comment