নেতাজিকে এখনও ‘রাষ্ট্রনায়ক’ হিসাবে মনে করে না কেন্দ্রঃ মমতা

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

আমাদের দুঃখ এটাই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আমাদের রাজ্য সরকার তো ছুটি দেয় কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ২৩ জানুয়ারি এই বিশেষ দিনটাকে ‘ন্যাশনাল হলিডে’ হিসাবে এখনও ঘোষণা করেনি। আজও তারা নেতাজিকে ‘রাষ্ট্রনায়ক’ হিসাবে মনে করে না। আমরা ওঁনার জন্মদিন জানি, কিন্তু ওঁনার মৃত্যুদিন আজও আমাদের কাছে অধরা, অজানা ও রহস্যময়। এটা সত্যি লজ্জার বিষয়। স্বাধীনতার এতদিন পরেও উনি কোথায় আমরা কেউ জানি না। কেমন আছেন, কোথায় আছেন, আদৌ আছেন নাকি নেই? তাও আমরা কেউ বলতে পারবো না। তবে এই দিন আমাদের কাছে বিশেষ এক দিন, ভালোবাসার দিন।

বুধবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে দার্জিলিং ম্যালের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি এদিন পাহাড়ের জনজাতি নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, পাহাড়ের জনজাতিকে আদিবাসী মর্যাদা দেয়নি কেন্দ্র। তাঁরা ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন মমতা। এছাড়াও মমতা বলেন, বাংলাই দেশকে পথ দেখায়। বাংলা থেকেই স্বাধীনতা সংগ্রামের সূচনা। যাঁরা দেশকে টুকরো করতে চান, তাঁরা টিকবেন না। বুধবার, দুপুরের এই অনুষ্ঠানে তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে নজর দেয়নি কেন্দ্র। যাবতীয় উন্নয়ন করেছে রাজ্য সরকারই।

শুনুন!

Netaji Subhas Chandra Bose's birth anniversary celebration | নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন

Netaji Subhas Chandra Bose's birth anniversary celebration | নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপন

Posted by Mamata Banerjee on Tuesday, January 22, 2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*