ব্রহ্মোস মিসাইলের সফল পরীক্ষা করল বায়ুসেনা

Spread the love

এই প্রথমবার সুখোই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হল সুপারসনিক ব্রহ্মোস মিসাইল। বিশ্বের দ্রুততম এই মিসাইল আর অত্যাধুনিক সুখোই-এর সাফল্যে বিশ্ব রেকর্ড করল ভারত। বুধবার এই খবরের সত্যতা স্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রক। বঙ্গোপসাগরের ওপর নির্দিষ্ট নিশানায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে মন্ত্রক সূত্রে। ডিআরডিও ও বায়ুসেনার এই সাফল্যকে অভিবাদন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ।

সুখোই ৩০ এমকেআই (MKI) ফাইটার জেটের রেঞ্জ ৩০০০ কিলোমিটার। এদিনের পরীক্ষায় সাফল্যের জেরে ভারত এবার জল, স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই মিসাইল উৎক্ষেপণ করতে সমর্থ হল। এমনকি বিশ্বের মধ্যে প্রথমবার ভারতে সুখোই বিমান থেকে ব্রহ্মোস উৎক্ষেপণ করা হল। বঙ্গোপসাগরে টার্গেট করে বুধবার মিসাইল উৎক্ষেপণ করা হয়। শব্দের থেকে তিনগুণ বেশি গতিতে গিয়ে সমুদ্রে পড়ে এটি। এর ফলে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও শক্তিশালী হয়ে উঠল ভারতীয় বায়ুসেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*