উত্তরপ্রদেশের মানুষকে এক নতুন দিশার সন্ধান দিতে চলেছিঃ রাহুল গান্ধী

Spread the love

প্রিয়াঙ্কাকে ২ মাসের জন্য উত্তরপ্রদেশ পাঠানো হয়নি ৷ আমি প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি ৷ খুবই আনন্দিত৷ আমার বোন যোগ্য ও কঠোর পরিশ্রমী ৷ জ্যোতিরাদিত্যও খুব ডায়নামিক লিডার ৷ উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, আমরা আপনাদের এক নতুন দিশার সন্ধান দিতে চলেছি ৷ উত্তরপ্রদেশকে এক নম্বর রাজ্য তৈরি করতে আমরা এই দুই ইয়ং লিডারকে ব্যবহার করবো। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি বিজেপি যে ব্যাপক ভয়ে রয়েছে সেকথাও এদিন সাংবাদিকদের মনে করিয়ে দিতে ভোলেন নি রাহুল।

পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর একটা প্রশ্ন উঠছিলো যে তবে প্রিয়াঙ্কা কী লোকসভা ভোটেও লড়বেন? এদিন সেই প্রশ্নের উত্তরে রাহুল জানান, এটা প্রিয়াঙ্কার ব্যক্তিগত ইচ্ছের উপর নির্ভর করছে ৷ যদি ও চায়, লড়বে ৷ তবে আমি এটুকু পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমরা ব্যাক-ফুটে খেলবো না ৷ সে উত্তরপ্রদেশ, গুজরাত বা যে কোনও জায়গাই হোক না কেন ৷

অন্যদিকে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কংগ্রেস সভাপতি জানান, মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। আমাদের তিনজনের একটাই উদ্দেশ্য নরেন্দ্র মোদীকে হারানো।

শুনুন কী বললেন রাহুল?

कांग्रेस पार्टी विचारधारा की लड़ाई लड़ रही है| कांग्रेस पार्टी बैकफुट पर कहीं नहीं खेलने वाली है|

Posted by Rahul Gandhi on Wednesday, January 23, 2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*