হিন্দু মহিলার সঙ্গে মুসলিম পুরুষের বিয়ে অবৈধ। কিন্তু তাদের সন্তানের জন্ম বৈধ। এমনই রায় দিলো সুপ্রিম কোর্ট। এই অবৈধ বিয়ের আইনি দিক হল, স্ত্রী ভরনপোষণ পেতে পারে। তবে স্বামীর সম্পত্তির উত্তরাধিকার দাবি করতে পারে না। এই ধরনের বিয়ের ফলে সন্তানের জন্ম হলে সে বৈধ বিয়ের সন্তানের মতোই সুবিধা পাবে। সে পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে।
বিচারপতি এন ভি রামানা ও বিচারপতি এম এম সনাতনগৌড়ারের বেঞ্চ কেরল হাইকোর্টের একটি রায়কে মান্যতা দিয়েছে। কেরল হাইকোর্ট মহম্মদ ইলিয়াস ও ভালিয়াম্মার সন্তানকে পিতার সম্পত্তির উত্তরাধিকারী বলে ঘোষণা করেছিল। তাঁদের সন্তান শামসুদ্দিন বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগ দাবি করেছিলেন। আর সেই মামলাতেই এমন রায়দান সুপ্রিম কোর্টের।
Be the first to comment