ছবি সৌজন্যে- (এএনআই)
বুধবার থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার জোরকদমে শুরু করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন অমেঠির ফুসরতগঞ্জ থেকে প্রচার শুরু করলেন রাহুল। তবে প্রচারের শুরুতেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মোদী। ক্ষমতায় আসার আগে দেশ থেকে কালো টাকা দূর করে প্রত্যেকটি সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী কিন্তু সেই ১৫ লক্ষ টাকা কোথায় গেলো, প্রশ্ন তুললেন রাহুল গান্ধী।
পাশাপাশি তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে সরকার গড়েছে কংগ্রেস । রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়, তিন রাজ্যেই কংগ্রেস সরকারে আসার পরই কৃষিঋণ মুকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজস্থান ও ঝাড়খণ্ডে ১০ দিনের মধ্যেই কৃষিঋণ মুকুব করা হয়েছে। আর এই প্রসঙ্গেই রাহুল বলেন, উত্তরপ্রদেশেও কংগ্রেস ক্ষমতায় এলে কৃষিঋণ মুকুব করা হবে।
Be the first to comment