প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীকেই সমর্থন করবেন তাঁরা। বুধবার একথা সাফ জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা কুমারস্বামী। যদিও বিগত কয়েকদিন আগে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশকে নেতৃত্ব দেওয়ার সমস্ত যোগ্যতাই আছে। তবে তিনি জানিয়ে দিলেন মমতা নয় রাহুল গান্ধীকেই শেষমেশ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান তাঁরা। কুমারস্বামী বলেন, এটা আমাদের দলের সিদ্ধান্ত যে আমরা প্রধানমন্ত্রী পদে সমর্থন করব রাহুল গান্ধীকে। আর এই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি কুমারস্বামী আরও জানিয়েছেন, তাঁর বাবা দেবেগৌড়াও চান প্রধানমন্ত্রী হোন রাহুল।
১৯ জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশ উপলক্ষে উপস্থিত ছিলেন কুমারস্বামী। ব্রিগেডের মঞ্চ থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। পরদিনই রাজ্যে ফিরে কুমারস্বামী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণ আছে। উনি সাধারণের মধ্যে সাধারণ। খুব ভালো প্রশাসক।
তবে সাংবাদিকরা যখন তাঁকে জিজ্ঞাসা করেন নরেন্দ্র মোদীকে সরিয়ে কী প্রধানমন্ত্রী হতে পারবেন রাহুল গান্ধী? সেই প্রশ্নের জবাবে কুমারস্বামী বলেন, আমার বিশ্বাস উনি জিতবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো শুধু কাগুজে বাঘ। আর রাহুল গান্ধী অনেক পাকা রাজনীতিবিদ।
Be the first to comment