অবশেষে ১৩ বছরের পিটিটিআই সমস্যার সমাধান। সুপ্রিম কোর্টে কাটলো প্রাইমারি টিচার্স জট। ২০০৪-০৫- এর পিটিটিআই শংসাপত্রকে বৃহস্পতিবার বৈধতা দিলো দেশের শীর্ষ আদালত। মামলাকারীদের ১২ সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জয় কলের ডিভিশন বেঞ্চ ।
৩১ ডিসেম্বর, ২০১০-এর মধ্যে হাইকোর্টে যারা আবেদন করেছিলেন তাঁদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ২০০৯ সালের নিয়োগের পর যারা প্রাইমারি শিক্ষক পদে কর্মরত তাঁদের কারোর চাকরি নিয়ে কোনও সমস্যা হবে না। পাশাপাশি তৃণাঙ্ক চক্রবর্তী, আমিনা খাতুন সহ ও অন্য মামলাকারীদের নতুন শূন্যপদে নিয়োগ করতে হবে, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত।
Be the first to comment