হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের উপর থেকে উঠে গেলো নির্বাসন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিযুক্ত কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর এই সিদ্ধান্ত জানায়। জানা গিয়েছে, অ্যামিকাস কুরি পিএস নরসিমার সঙ্গে আলোচনার পর COA শর্তসাপেক্ষে পান্ডিয়া ও রাহুলের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নেয়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত ওমবাডসম্যান তদন্ত করবেন।
প্রসঙ্গত সম্প্রতি জনপ্রিয় এক টক শোতে হার্দিক ও রাহুলকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রশ্নোত্তর পর্বের সময় হার্দিক বলেন, তিনি পার্টিতে যান। সেখানে অনেক মহিলা ভক্ত আসেন। সেভাবে কথা না হলেও তাঁদের চালচলন লক্ষ্য করেন। পাশে বসে রাহুল কোনও মন্তব্য না করলেও হাসিমুখে হার্দিকের কথা শোনেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হতেই বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে BCCI। তারপর দু’জনকেই শোকজ করা হয়।
Be the first to comment