রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতাকে ভুবনেশ্বর নিয়ে গেলো সিবিআই আধিকারিকরা। এদিন দুপুর ১২টা ২০-র বিমানে কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় তাঁকে। শ্রীকান্ত মোহতার সহ ছিলেন ৩জন।
উল্লেখ্য, রোজভ্যালিকাণ্ডে ২৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হন প্রযোজক। এদিকে বৃহস্পতিবার রাতে পরিবারের তরফে আনা খাবার দেওয়া হয়নি তাঁকে। সিজিও কমপ্লেক্সে আলু পটলের তরকারির সঙ্গে রুটি খান শ্রীকান্ত। তবে শুধু উচ্চ রক্তচাপের ওষুধ তাঁর সঙ্গে রাখতে দেওয়া হয়।
সিবিআই সূত্রে খবর, বেশি রাত পর্যন্তই জেরা করা হয় তাঁকে। শুক্রবার সকালে চা, পাউরুটি টোস্ট ও ঘুগনি খান তিনি। সকালেও একপ্রস্থ জেরা করা হয় এসভিএফ কর্ণধারকে। আজই শ্রীকান্তকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করেছে সিবিআই ৷
Be the first to comment